মাত্র 75 টাকায় আনলিমিটেড কল থেকে শুরু করে 2.5 জিবি ডেটা, সবচেয়ে সস্তার প্ল্যান নিয়ে এলো Jio

প্রতিযোগিতার বাজারে যে কোন কোম্পানি নিজেদের জায়গা ছাড়তে নারাজ আর যদি টেলিকম সংস্থাগুলির কথা বলা হয় তাহলে তো কথায় নেই প্রতিমুহূর্তে এদের মধ্যে চলছে জোরদার টক্কর। বিভিন্ন সুযোগ এর মাধ্যমে গ্রাহকদের ধরে রাখতে একের পর এক আকর্ষণীয় প্ল‍্যান নিয়ে আসছে সংস্থাগুলি।

তবে এই প্রতিযোগিতায় এবার অনেকখানি এগিয়ে গেল জিও। যেখানে বর্তমানে 100 টাকার নিচে সেরকম প্ল‍্যানই পাওয়া যায়না সেখানে একেবারে জলের দরে আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে জিও। যা রীতিমতো অন‍্যান‍্য টেলিকম সংস্থাদের বলে বলে গোল দিচ্ছে।

সম্প্রতি সাধারণ মানুষের চাহিদার ও সুবিধা কথা মাথায় রেখে 100 টাকার কমে মাত্র 75 টাকায় এক অসাধারণ প্রিপেড প্ল‍্যান নিয়ে এসেছে জিও। এতে ব্যবহারকারীরা যেমন ভরে ভরে ডেটাও পাবেন তেমনি থাকছে ফ্রি কলিং এর সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক বেনিফিট.. চলুন জেনে নেওয়া যাক।

ভ‍্যালিডিটি- জিও’র 75 টাকার রিচার্জ প্ল‍্যানে ব্যবহারকারীরা 23 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। ডেটা- এই প্ল‍্যানে টোটাল 2.5 জিবি ডেটার বেনিফিট দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের ইন্টারনেট খুব বেশি ব্যবহারের প্রয়োজন হয় না তাদের জন‍্য বেস্ট অপশন হতে পারে এই প্ল‍্যানটি।

ফ্রি এসএমএস- সাধারণত বর্তমানে এসএমএস এর প্রয়োজন হয় না তবুও এই প্ল‍্যানে থাকছে মোট 50টি ফ্রি এসএমএস। অন‍্যান‍্য সুবিধা- বাকি অন্যান্য বেনিফিট অনুসারে গ্রাহকরা জিও অ্যাপগুলি ফ্রিতে অ্যাকসেস করতে পারবেন। জিও মিউজিক টু জিও মুভিজের ফ্রী অ্যাকসেস মাত্র 75 টাকাতেই সম্ভব।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

এছাড়াও পড়ুন

২ টাকার এই গোলাপি নোট থাকলে আপনিও হতে পারেন লাখপতি, দেখে নিন কি করতে হবে

ঘরে বসে টাকা উপার্জন করার একটি সহজ উপায় হল পুরনো নোট বা কয়েন বিক্রয়। আপনার …

Leave a Reply