প্রবল সমস্যায় পড়তে পারে গোটা মানবজাতি। এমনটাই হুঁশি’য়ারি দিয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যা’নসার। ক্রমশ থাবা বসাচ্ছে মা’রণরোগ ক্যা’নসার। যার ফলে প্রবল সমস্যায় পড়তে পারে গোটা মানবজাতি। এমনটাই হুঁশি’য়ারি দিয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান’সার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)—র এই শাখা সংগঠন সাধারণত ক্যান’সার নিয়ে বিভিন্ন পরীক্ষা চালায়। সম্প্রতি এই সংগঠন তাদের একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা উল্লেখ করেছে, বিশ্ব জুড়ে ক্রমশ বাড়ছে ক্যান’সারের প্রকোপ। দিন দিন বাড়ছে ক্যান’সার আক্রা’ন্তের সংখ্যা।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে এ বছর সারা বিশ্বে অন্তত দেড় কোটির বেশি মানুষ ক্যানসারে আ’ক্রান্ত হয়েছেন। তার মধ্যে অন্তত এক কোটি মানুষের বাঁ’চার কোনও আশাই নেই। রিপোর্টে আরও বলা হয়েছে, ক্যান’সারে আ’ক্রান্ত ৮ জন পুরুষের মধ্যে একজন ও ১১ জন মহিলাদের মধ্যে একজন মৃ’ত্যুর শি’কার হবে।
মাত্রাতিরিক্ত ধূম’পান, মদ্যপান—সহ বিভিন্ন কারণে ক্যানসারে আ’ক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন দিন যে ভাবে এই মা’রণরোগ থাবা বসাচ্ছে তাতে চিন্তা বাড়ছে হু’র।