ধেয়ে আসছে ভয়ানক ঘূর্ণিঝড় অ্যালেক্স! গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার

সারা বিশ্ব জুড়ে যেন ঝড়ের তান্ডব। অশনির অশনি সংকেত থেকে ভারত মুক্তি পেলেও এবার অন্য ঝড় চোখ রাঙাচ্ছে বিদেশে। জানা গেছে ভয়ানক ঝড় ধেয়ে আসতে চলেছে দেশগুলিতে। কোন দেশের ওপর আছড়ে পড়বে ঝড়, কতটা বেগ নিয়ে আছড়ে পড়বে-

– এবং ঝড়ের গতিপথ কি থাকবে, চলুন জেনে নিই বিস্তারিত ভাবে। 2022 সালে যে নতুন মরশুম শুরু হয়েছে, সেই মরশুম অনুসারে এই ঝড়ের নামকরণ করা হয়েছে আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে। এই ভয়ানক ঝড়ের নাম দেওয়া হয়েছে “অ্যালেক্স(Alex)।

আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভয়ানক ঝড় তুমুল শক্তি সঞ্চয় করে আছড়ে পড়বে বেশ কয়েকটি দেশের ওপর। এছাড়াও বেশ কয়েকটি উপকূলে ক্ষয়ক্ষতি ও লক্ষ্য করা যাবে বলেই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।

জানা গেছে, এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে আমেরিকা উপকূলে। আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে এটি হ্যারিকেন আগাথার শেষাংশ থেকে তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে এটি শক্তি বাড়িয়ে আঁছড়ে পড়বে বিভিন্ন দেশে।

এই ঘূর্ণিঝড়ে প্রবল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বারমুড়ায়। আমেরিকা জাতীয় হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রবল ঝড়ের কারণে হাওয়ার গতিবেগ হতে পারে প্রায় 110 কিলোমিটার অর্থাৎ ঘন্টায় প্রায় 70 মাইল।

অ্যালেক্স এখন বারমুডা থেকে 395 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। আশঙ্কা করা হচ্ছে রবিবার অর্থাৎ 12 ই জুন এটি আঁছড়ে পড়বে বারমুড়া উপকূলে। ল্যান্ডফল না হলে সোমবারের মধ্যে এটি প্রবেশ করবে স্থলভাগে।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

এছাড়াও পড়ুন

আগামী ৭২ ঘন্টায় রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস!জারি রেড অ্যালার্ট!

আগামী ৭২ ঘন্টায় রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস!জারি রেড অ্যালার্ট!- শনিবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন হবে …

Leave a Reply