শিল্পা শেঠি (Shilpa Shetty)-কে বহুদিন বড় পর্দায় দেখা যায়নি। একের পর এক রিয়েলিটি শোয়ে বিচারকের আসন অলঙ্কৃত করেছেন তিনি। এছাড়াও একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট রয়েছে শিল্পার হাতে। রয়েছে তাঁর নিজস্ব চ্যাট শো।
কিন্তু বড় পর্দার হাতছানি উপেক্ষা করতে চাননি শিল্পা। তাই ‘সুখী’ ফিল্মের মাধ্যমে আবারও ফিরেছেন বড় পর্দায়। তবে তার থেকেও বড় চমক হল শিল্পাকে এবার দেখা যেতে চলেছে ওয়েব সিরিজে। এর মাধ্যমেই ওটিটিতে অভিষেক হতে চলেছে তাঁর।
ভারতীয় পুলিশ ফোর্সের আত্মত্যাগ ও দেশাত্মবোধকে সম্মান জানিয়ে রোহিত শেঠি (Rohit Shetty) এবার তাঁর কপ সিরিজকে নিয়ে আসছেন ওটিটিতে। তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। এই ওয়েব সিরিজে দিল্লি পুলিশের অফিসারের চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্র (Siddharth Malhotra)।
এর মধ্যেই সেট থেকে ভাইরাল হয়েছে একাধিক ছবি ও ভিডিও। কিন্তু তার মধ্যেই সবচেয়ে বড় চমক শিল্পা। তিনি জানালেন, এই চমকের কৃতিত্বের দাবিদার তাঁর পুত্র ভিয়ান (Viaan Kundra)। তার বয়স মাত্র দশ বছর হলেও সে রোহিত শেঠির বড় ফ্যান।