চুলের গঠন দেখে বুঝে নিন কোন মেয়ে কেমন প্রকৃতির, জেনে নিন গোপন টিপস

চরিত্র বোঝা বড়ই কঠিন! সাধারণ মানুষ তো কোন ছাড় দেবতাদেরও অসাধ্য। পুরুষের কাছে নারী চিরকালই রহস্যময়ী। আপনি কি বর্তমানে প্রেমে পড়েছেন কিংবা বিয়ে করছেন? জানতে চান আপনার জীবনে উপস্থিত নারীটির চরিত্র সম্পর্কে। তবে সেই রহস্যের উদ্ঘাটন করতে পড়ুন এই আর্টিকেলটি।

আমরা প্রায় অনেকেই নারীদেহের গঠনের মাধ্যমে আমরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জেনে থাকি। কিন্তু আপনি কি জানেন নারীর চুলের আকৃতিও বাতলে দিতে পারে তার পারসোনালিটি সম্পর্কিত নানান তথ্য? আসুন জেনে নেয়া যাক।

আপনার জীবনে উপস্থিত নারীটি কি লম্বা চুলের অধিকারীনি? তবে তিনি সাংসারিক জীবনে হতে পারেন অত্যন্ত সৌভাগ্যবতী ও নানান গুণের অধিকারীনী। লম্বা চুলের কেশবিন্যাস বরাবরই পুরুষকে আকৃষ্ট করে এসেছে, এই কারণেই আগেকার দিনে নারীর স্বামী মারা গেলে আগেই তার মাথার চুল কেটে ফেলা হতো।

সমাজে বিবাহিত নারীদের ক্ষেত্রে লম্বা চুলের প্রাধান্যই বেশি। বর্তমানে স্টাইল স্টেটমেন্টই হোক বা চুলের যত্ন সময়ের অভাবে না নিয়ে উঠতে পারাই হোক, অনেকেই ঝুঁকছেন ছোট চুলের দিকে। এই ছোট চুলের অধিকারীনীরা অর্থনৈতিকভাবে স্বাধীন হন এছাড়াও তাদের মধ্যে থাকে অনন্য শিল্পীসত্তা।

এরপর আসা যাক ভারতীয় নারীদের মধ্যে যে হেয়ার টাইপটি সবথেকে বেশি লক্ষ্য করা যায় সেটির ক্ষেত্রে। এই হেয়ার টাইপটি হল ঢেউখেলানো চুল বা ওয়েভি হেয়ার এই ধরনের চুলের অধিকারীদের মন-মানসিকতা বেশ আধুনিক হয় তারা আবেগকে বেশি প্রশ্রয় দেয় না।

বর্তমানে হালফ্যাশনে স্টেইট হেয়ার হল সবথেকে জনপ্রিয়। তবে কোনরকম কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়াই যাদের চুল প্রকৃতিগতভাবেই সোজা তারা অনেক সরল মনের অধিকারী হওয়ার পাশাপাশি এদের জীবনে তাদের মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এছাড়াও যে জনপ্রিয় হেয়ার টাইপটিকে ডল হেয়ারটাইপ বলা হয়ে থাকে সেটি হলো কোকড়ানো চুল।

কোঁকড়ানো চুলের অধিকারী যারা হন তাঁরা বেশ সহজেই কোন কাজ সারতে পারেন তবে এরা মাঝেমধ্যেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। এছাড়া যাদের চুল ভগবানের আশীর্বাদে বেশ ঘন এবং মোটা তারা স্বামীকে হাতের মুঠোয় রাখার পাশাপাশি সংসার জীবনে অনেক বেশি অধিকার ফলাতে পারেন।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

এছাড়াও পড়ুন

মার্বেলের ফ্লোর ক্লিন করার সহজ উপায়

নিজের রুচিশীলতা প্রকাশে আর বাড়ির সাজসজ্জা বাড়াতে আমরা অনেকেই ঘরে মার্বেলের তৈরি ফ্লোর করে থাকি। …

Leave a Reply