ঘরে বসেই কিভাবে মেসতা দূর করবেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে

মেসতা নিয়ে অনেক মহিলা ও মেয়েরা সমস্যায় (problem)ভুগে থাকেন, বিশেষ করে মধ্যবয়সী মহিলাদের জন্য এটি বেশি সমস্যা (problem)। তাদের জন্য আজ থাকছে মেসতা দূর করার একটি প্যাক।

মেসতার সমস্যায় (problem)অনেকেই ভুগে থাকেন, আমাদের গ্রুপে এটা নিয়ে অনেক পোস্ট দেখা যায়। আপনাদের জেনে রাখা ভালো মেসতা হওয়ার মূল কারণ হচ্ছে অপরিচ্ছন্ন ত্বক। ঘরোয়া উপায়ে ত্বক পরিস্কার করার একটা উপায় নিয়ে আজকের পোস্ট। আসুন দেখে নেওয়া যাক।

যা যা লাগবে – কাঁচা হলুদ বাটা ১ চা চামচ, ১ চা চামচ লেবুর রস।

কিভাবে ব্যবহার (use)করবেন – প্রথমে কাঁচা হলুদ ও লেবু এক সাথে ভালো ভাবে মিশিয়ে । এবার যে যে যায়গায় মেসতা রয়েছে সেখানে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি (water) দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক ব্যবহার করতে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। গোসলের আগে এই প্যাক ব্যবহার (use)করবেন। এই প্যাক ব্যবহার করার পর ৩-৪ ঘন্টা রান্নাঘর বা রোদে যাবেন না। প্রতিদিন এই প্যাক ব্যবহার (use) করুন। যতদিন পর্যন্ত দাগ না কমে ততদিন পর্যন্ত ব্যবহার (use) করতে পারেন।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

এছাড়াও পড়ুন

ত্বকের যত্নের জন্য গাজরের ৫টি ফেস প্যাক

আমরা সবাই জানি গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। গাজর খাওয়া শরীরে পক্ষে খুব উপকারীও …

Leave a Reply