ঘরে বসেই আয় করুন ২৫ লক্ষ টাকা, সরকারের সাহায্যে শুরু করুন এই ব‍্যবসা

পড়াশোনার পর নির্দিষ্ট কর্মসংস্থানের জন‍্যই প্রতিনিয়ত লক্ষ লক্ষ যুবক যুবতী ছুটে চলেছে। কিন্তু এরসাথেই রয়েছে প্রতিযোগিতা বিশেষ করে করোনা পরবর্তীতে এই প্রতিযোগিতা আরো বেড়েছে, কারণ একটাই চাকরির বাজারে মন্দা। তাই এই সময়ে দাঁড়িয়ে সবার মধ্যেই অনিশ্চিয়তার ভয় বাসা বাঁধছে। তবে আজকে এই প্রতিবেদনে এমন এক সুযোগের কথা বলবো যা এই ভয় কিছুটা হলেও কমাবে।

যারা নিজেদের আর্থিক ভবিষ্যত সুরক্ষিত করতে চাইছেন তাদের জন্য চাকরির বাইরেও এক দূর্দান্ত সুযোগ আছে। এই প্রতিবেদন জানাবে এক দূর্দান্ত বিজনেস প্ল‍্যান যা থেকে মোটা টাকা আয় করা সম্ভব। এই ব‍্যবসার প্রতি আপনার ভালোবাসা দায়বদ্ধতা ও আপনার অধ‍্যাবসায় আপনাকে ব‍্যবসায় সফলতা দেখাতে পারে।

এই ব্যবসাটি মূলত রান্নাঘরের অতি প্রয়োজনীয় আদা চাষ নিয়ে। এই মুহূর্তে আদা চাষ উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করেছে ভারতের একাধিক জায়গায়। এই আদা চাষ থেকেই বিপুল অর্থ উপার্জন করতে পারবেন আপনিও।

আদা চাষ করার জন্য আগে ফসলের কন্দ প্রয়োজন। জানিয়ে রাখা ভালো বর্ষাকালে আদা চাষ করা সবচেয়ে বেশি লাভজনক। এর জন্য আপনাকে 2-3 বার খেত তৈরী করতে হবে। ক্ষেতের মাটি গুড়ো গুড়ো হয়ে গেলে ভরপুর পরিমাণে গোবর সার দিতে হবে এতেই আদা চাষ ভালো হবে‌। আদা চাষের জন্য আপনাকে জমিতে বের তৈরি করে জমির মাঝখানে নালা তৈরি করে নিতে হবে। নালা এমন হতে হবে যেন সহজে জল বেরিয়ে যেতে পারে এবং জমিতে জল আটকে না থাকে।

যদি এক হেক্টর জায়গাতে আপনি আদা চাষ করে থাকেন তবে এখান থেকে 50 টন পর্যন্ত আদা আপনি পেয়ে যাবেন। বর্তমানে আদার দাম 80 থেকে 100 টাকা প্রতি কিলোগ্রাম। আপনি যদি পঞ্চাশ টাকা করেও ধরে চলে তা হলেও এক হেক্টর জমি থেকেই 25 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন।

চাষ করতে 10লক্ষ মতোন ইনভেস্ট করতে হলেও সেখানে আপনি 15 লক্ষ টাকা লাভ করবেন। কি মূলধনের জন‍্য পিছু হটছেন! তাতেও নো টেনশন কারন খুব সহজেই ব্যবসা শুরু করার জন্য আপনি পিএম মুদ্রা স্কিম ব‍্যবহার করতে পারেন।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

এছাড়াও পড়ুন

২ টাকার এই গোলাপি নোট থাকলে আপনিও হতে পারেন লাখপতি, দেখে নিন কি করতে হবে

ঘরে বসে টাকা উপার্জন করার একটি সহজ উপায় হল পুরনো নোট বা কয়েন বিক্রয়। আপনার …

Leave a Reply