কলেজ পড়ুয়ার সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী! বাংলাদেশে শুরু তুমুল ‘বিক্ষোভ

টলি পাড়ার শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) মানেই বিতর্ক, সমালোচনা। এবারে তিনি বিক্ষোভের (Bikkhov) মুখোমুখি হতে চলেছেন। তাও আবার এখানে নয়, বাংলাদেশে গিয়ে এক কলেজ পড়ুয়ার সঙ্গে রোম্যান্স করেন অভিনেত্রী। একসঙ্গে ব্যাংককে গিয়েছেন।

ব্যাংককে গিয়ে গান নাচ রোম্যান্স সবই করেছেন চুটিয়ে শ্রাবন্তী। যার সঙ্গে রোম্যান্স করেছেন তিনি আবার একজন কলেজ পড়ুয়া। এদিকে যার সঙ্গে শ্রাবন্তী রোম্যান্স করেছেন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে সহশিল্পী হিসেবে নাকি শ্রাবন্তীর তুলনা হয় না।

তার সঙ্গে শুটিংয়ের আগে প্রতিটি দৃশ্য নিয়ে তিনি আলোচনা করতেন। আশা করি বুঝেই গিয়েছেন এটি একটি সিনেমার নাম। হ্যাঁ, আগামী ১০ ই জুন মুক্তি পাবে শ্রাবন্তী ও শান্ত খান অভিনীত বাংলা ছবি ‘বিক্ষোভ’। ছবির সমস্ত শ্যুটিং ঢাকা তে হয়েছে, এছাড়া দুটো গানের দৃশ্য শ্যুট হয়েছে ব্যাংককে।

এই ছবিতে শ্রাবন্তী ও শান্ত খান ( Shanto Khan) ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয়ে রয়েছেন সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমরা। উল্লেখ্য, শ্রাবন্তী এই নিয়ে দুটো বাংলাদেশী সিনেমা করলেন। ওপারের সুন্দরীরা যেমন এপারে এসে সিনেমা করছেন, তেমনই শ্রাবন্তী নিজেও ওপারে গিয়ে জনপ্রিয়তা বাড়াচ্ছেন।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

এছাড়াও পড়ুন

উঁকি দিচ্ছে বেবি বাম্প, জন্মদিনে স্ফীত পেটেই প্রকাশ্যে এলেন গর্ভবতী সোনম কাপুর

সোনম কাপুর (Sonam Kapoor) এই মুহূর্তে রয়েছেন গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে। কিন্তু তাঁর স্টাইল স্টেটমেন্ট বলিউডে …

Leave a Reply