একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন আজকের বাজারদর

অক্ষয় তৃতীয়ার আগে ভারতীয় বাজারে এক ধাক্কায় বেশ খানিকটা পতন লক্ষ্য করা গেল রুপোর দামে। সাথে পাল্লা দিয়ে কিছুটা সস্তা হল সোনা। শনিবারদিন বাজারবন্ধের সময় কলকাতার বাজারে 10 গ্রাম 22 ক্যারেট গয়না সোনার দাম দাঁড়িয়েছে 50,600 টাকায়

এবং এই টাকাতে জিএসটি সমেত রবিবার এবং সোমবার দিন কলকাতায় বিক্রি হবে সোনা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী রবিবার এবং সোমবার দিন খুচরা বাজারে জিএসটিহীন খুচরো সোনা ও রুপোর দাম কেমন থাকবে-

1)24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার মূল্য-52,550 টাকা যার বাজার খোলার সময় দাম ছিল 52,600 টাকা। 2)22 ক্যারেট দশ গ্রাম গয়না সোনার মূল্য- 49,850 টাকা যার বাজার খোলার সময় দাম ছিল 49,900 টাকা।

3)1 কিলোগ্রাম রুপোর বাট এর দাম- 64,100 টাকা যার বাজার খোলার সময় মূল্য ছিল 65,300 টাকা। 4)1 কিলোগ্রাম খুচরা রুপার মূল্য-64,200 টাকা যার বাজার খোলার সময় দাম ছিল 65,400 টাকা।

অক্ষয় তৃতীয়ার শুভ সময়- বাঙালির চিরকালীন ভারসা,বেণীমাধব শীলের বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী 19শে বৈশাখ পড়ছে অক্ষয় তৃতীয়া। এক নজরে দেখে নিন তার শুভ সময়-

1) সকাল 8টা 22 মিনিট থেকে সকাল 10টা 14 মিনিট।
2) বেলা 12টা 51 মিনিট থেকে দুপুর 1 টা 10 মিনিট।
3) দুপুর 3টে 29 মিনিট থেকে বিকেল 5টা 13 মিনিট।
4) রাত 9টা থেকে রাত্রি 11টা 11 মিনিট।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

এছাড়াও পড়ুন

বিরাট পতন সোনার দামে, রেকর্ড উচ্চতা থেকে পড়ল ৬০০০ টাকা, মন্দা রুপোর বাজারেও

সোনায় বিনিয়োগকারীরা এখনও এই সপ্তাহে ফেডারেল রিজার্ভ ও ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের বৈঠকের জন্য অপেক্ষা করছেন, …

Leave a Reply