অকালে চুুল পড়া ও টাক পড়ার প্রতিরোধ করার সহজ উপায়

নারী বা পুরুষ উভয়ের সৌন্দর্যের জন্য চুল এর তুলনা হয় না। কেননা, স্বাস্থ্যবান ও সুন্দর চুল সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের উপর দারুন প্রভাব বিস্তার করে থাকে। একেক জন মানুষের চুলের গড়ন একেক রকম হয়ে থাকে। তাই চুলের ধরণ অনুসারে চুলের যত্ন নিতে হয়। নারী ও পুরুষ সকলের জন্য চুলের যত্ন নেওয়া আবশ্যক নতুবা অকালে চুল পড়ে মাথা টাক হয়ে যাবে।

অকালে চুল ঝড়ে পড়ার বিষয়টি সকলেরই জন্য বিব্রতকর ও যান্ত্রনাদায়ক ব্যাপার। এছাড়াও চুলের স্বাস্থ্যের জন্য খুশকি একটি অন্যতম বিরাট সমস্যা। অধিক পরিমাণে চুুল ঝড়ে পড়া, রুক্ষ চুল, বিভিন্ন ধরণের স্ক্যাল্প ইনফেকশনের জন্য এই খুশকি অন্যতম দায়ী। তাই এই বিষয়টি অবহেলা না করে নিয়মিত চুলের যত্ন নেওয়া উচিৎ।

টাক প্রতিরোধ বা চুল ঝড়ে পড়া প্রতিরোথ করতে অনেকে নানা প্রকারের ওষুধ ব্যবহার করে থাকেন। কিন্তুু তাতে তেমন কোন সুফল পাওয়া যায় না। বরং এতে কেমিকেল জনিত উপাদন চুলে ব্যবহার কারণে এর কুপ্রভাব লক্ষ্য করা যায়। এক নজরে দেখে নিন প্রাকৃতিকভাবে যে নিয়মে চুল ঝড়ে পড়া বা টাক প্রতিরোধ করবেন।

১। সবুজ শাকসবজি বিশেষ করে পাতা জাতীয় সবজি যেমন: বাঁধাকপি, পালংশাক, লাল শাক, লাউ শাক, ডাটা শাক, ব্রকলি, ফুলকপি ইত্যাদি। এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ড যা আপনার চুলের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগান দিতে সহায়তা করবে। এই সবুজ শাকসবজি চুলের গোড় মজবুত করতে সহায়তা করে। রোজ পরিমিত পরিমাণে সবুজ শাকসবজি পাতে রাখুন।

২। বিশেষ করে সামুদ্রিক মাছ চুুল ঝড়ে পড়া প্রতিরোধ করতে খুবই কার্যকর। যেসকল মাছে ওমেগা ফ্যাট ৩ অ্যাসিড রয়েছে, সেসকল মাছ প্রতি সপ্তাতে ৩/৪ দিন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন চুল পড়ার সমস্যা অনেকটাই কমে গেছে।

৩। গাজরকে সুপারফুড বলা হয়ে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে গাজরের জুড়ি মেলা ভার। তাই চুল ও ত্বকের যত্নে গাজরের ভূমিকা অপরিসীম। গজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারেটিন, ভিটামিন এ যা চুলের গোড়া মজবুত করে থাকে। ভিটামিন চুলের গোড়ায় এক ধরণের প্রাকৃতিক তেল উৎপন্ন করে থাকে যা চুলের জন্য খুবই উপকারি। তাই পাতে গাজর রাখুন।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

এছাড়াও পড়ুন

বেদেনা আমাদের কি কি উপকার করে?

ডালিম রোগীর উপকারি ফল হিসেবে খুবই জনপ্রিয়। ডালিমকে স্বর্গীয় ফল বলা হয়। কারণ এর মধ্যে …

Leave a Reply